ডেঙ্গু কাড়ল আরও ৪ প্রাণ, হাসপাতালে ৪৪৪

৩ সপ্তাহ আগে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩৬ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৪ জন।

বুধবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ৪ জনের মধ্যে তিনজনই ঢাকার বাসিন্দা। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

 

আরও পড়ুন: ডিসেম্বরেও ডেঙ্গুর চোখ রাঙানি, রাজধানীতে মশার ঘনত্ব আশঙ্কাজনক

 

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৮৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৭৮ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, খুলনা বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

চলতি বছরের প্রথম দিন থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩৬ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৬০৩ জন। 

]]>
সম্পূর্ণ পড়ুন