ডিসির বাংলোর গর্তে মিলল দ্বাদশ নির্বাচনের ৭৮ বস্তা সিলমারা ব্যালট

৩ সপ্তাহ আগে
নাটোর জেলা প্রশাসকের (ডিসি) পুরনো বাংলোর বাঁশ বাগানের গর্ত থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর-১ আসনের সিলমারা ৭৮ বস্তা ব্যালট পেপার উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।

শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টা থেকে রোববার (৩০ মার্চ) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এই ব্যালট উদ্ধার করা হয়।


নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ডিসির পুরনো বাংলোর পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। পুকুরটি সেচ দিয়ে পানি শুকিয়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার সকালে ডিসির পুরনো ডাকা বাংলোর বাঁশ বাগানে গর্ত দেখতে পান গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সদস্যরা।


আরও পড়ুন: ডিসির বাংলোর গর্তে মিললো দ্বাদশ নির্বাচনের বিপুল সংখ্যক সিলমারা ব্যালট


পরে গর্তে দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোর-১ আসনের সিলমারা বিপুল সংখ্যক ব্যালট পেপার দেখতে পান তারা। এ সময় সেনাবাহিনীসহ পুলিশ ব্যালট জব্দের সিদ্ধান্ত নেয়।


এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রোববার ভোররাত রাত সাড়ে ৩টা পর্যন্ত গর্তটি থেকে দ্বাদশ সংসদ নির্বচনের ৭৮ বস্তা ব্যালট ও নির্বাচন সংক্রান্ত কাগজ উদ্ধার করা হয়। সেখানে ব্যাংকের চেকবইও পাওয়া গিয়েছে। উদ্ধার হওয়া ব্যালট ভোর ৪টার দিকে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে থানায় জিডি করে আদালতকে অবহিত করা হবে বলে জানান তিনি।


আরও পড়ুন: ইভিএম বাতিলসহ ব্যালটে থাকতে পারে ‘না’ ভোট


ব্যালট উদ্ধারের বিষয়টি অবহিত হওয়ার পর রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করলেও নাটোর জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেননি।


এ দিকে রাতে উদ্ধার অভিযান শুরুর আগে জেলা প্রশাসক আসমা শাহীনকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

]]>
সম্পূর্ণ পড়ুন