ডিসি পদে থাকতে হচ্ছে পদোন্নতি পাওয়া ২১ যুগ্ম-সচিবকে

৩ সপ্তাহ আগে
পদোন্নতি পাওয়া ২১ জন যুগ্ম-সচিব ডিসি-পদে থাকতে হচ্ছে। তাদের আগের দফতরে অর্থাৎ জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়ন করে রোববার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ছাড়া যুগ্ম-সচিব পদোন্নতি পাওয়া অন্যদেরও আগের দফতরে পদায়ন করা হয়েছে।

যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া ১৯৩ জনকে আগের পদে, আগের দফতরে (ইনসিটু) পদায়ন করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশাসন ক্যাডারের উপসচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের ডিসি পদে পদায়ন করা হয়।

 

গত বৃহস্পতিবার ১৯৬ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেয় সরকার। এদের মধ্যে ২১ জন ডিসি ছিলেন।

 

নতুনদের নিয়ে যুগ্ম-সচিবের সংখ্যা দাঁড়ায় এক হাজার ৩৯ জন। কিন্তু যুগ্ম সচিবের স্থায়ী পদ রয়েছে ৫০২টি।

 

স্থায়ী পদের থেকে যুগ্ম সচিবের সংখ্যা অনেক বেশি হওয়ায় নতুন করে পদোন্নতি পাওয়া বেশির ভাগ কর্মকর্তাকে আগের দফতরে পদায়ন করা হয়েছে।

 

রেওয়াজ অনুযায়ী, উপসচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।

 

আরও পড়ুন: যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৬ জন

 

যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়া ডিসিদের মধ্যে হবিগঞ্জের ড. মো. ফরিদুর রহমান, ময়মনসিংহের মুফিদুল আলম, কক্সবাজারের মোহাম্মদ সালাউদ্দিন, ঝিনাইদহের মোহাম্মদ আব্দুল আওয়াল, পঞ্চগড়ের মো. সাবেত আলী, মাগুরার মো. অহিদুল ইসলাম, সাতক্ষীরার মোস্তাক আহমেদ, ঝালকাঠির আশরাফুর রহমান, নোয়াখালীর খন্দকার ইসতিয়াক আহমেদ এবং চাঁদপুরের মোহাম্মদ মোহসীন উদ্দিনকে আগের পদে পদায়ন করা হয়েছে।

 

এ ছাড়া যুগ্ম সচিব পদোন্নতি পেলেও পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খান, চুয়াডাঙ্গার মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জের ড. মনোয়ার হোসেন মোল্লা, গোপালগঞ্জের মুহম্মদ কামরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের মো. আব্দুস সালাদ, বগুড়ার হোসনা আফরোফ, ঢাকার তানভীর আহমেদ, মাদারীপুরের মোছা. ইয়াসমিন আক্তার, গাইবান্ধার চৌধুরী মোয়াজ্জেম আহমেদ, কিশোরগঞ্জের ফৌজিয়া খান এবং জয়পুরহাটের ডিসি আফরোজা আকতার চৌধুরীকে আগের পদে পদায়ন করেছে সরকার।

]]>
সম্পূর্ণ পড়ুন