ডিএসইর বাজার মূলধন বাড়ল ৭৮২০ কোটি টাকা

১৪ ঘন্টা আগে
সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৮২০ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

 

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১.১৬ শতাংশ বা ৭ হাজার ৮২০ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮১ হাজার ৭৯৪ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৭৪ কোটি টাকা।

 

চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৬৬.৩২ পয়েন্ট বা ৩.৫৪ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৬.৫১ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৪১.৩৩ পয়েন্ট বা ৪.২৩ শতাংশ।

 

আরও পড়ুন: সাবেক ভূমিমন্ত্রী ও স্বার্থসংশ্লিষ্টদের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ করলো সিআইডি

 

সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৮৭ কোটি ৬৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৭৭১ কোটি ৭৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ২১৫ কোটি ৯০ লাখ টাকা।

 

আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৪৩ কোটি ১৮ লাখ টাকা বা ২৬.৮৫ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৫৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৫৪ কোটি ৩৫ লাখ টাকা।
 

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৪৭টি কোম্পানির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ারের দাম।

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

 

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.৭৯ শতাংশ ও ১.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৪২.১৩ পয়েন্টে ও ৮৪১৮.৬২ পয়েন্টে।
 

আরও পড়ুন: আস্থার সংকট, শেয়ার বাজারে বড় ধরনের ধস

 

এছাড়া সিএসই-৫০ সূচক ০.৮৯ শতাংশ ও সিএসআই সূচক ২.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৫৫.৫১ পয়েন্টে ও ৮৬১.৬৬ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক কমেছে ০.০৬ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১২১৬৭.৫৭ পয়েন্টে।

 

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৭৭ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৮০ কোটি ৩৫ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৩৩ কোটি ৫৮ লাখ টাকা।

 

সপ্তাহজুড়ে সিএসইতে ২৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৬টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির কোম্পানির শেয়ার দর।

]]>
সম্পূর্ণ পড়ুন