ডিউটি শেষে ফেরার পথে বাসচাপায় পুলিশ সার্জেন্ট নিহত

৩ সপ্তাহ আগে
দিনাজপুরে ডিউটি থেকে ফেরার পথে যাত্রীবাহী বাসচাপায় পুলিশ সার্জেন্ট আব্দুল করিম (৪৬) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার(২৭ মার্চ) বিকেল ৫ টা ৪৫ মিনিটে দিনাজপুরের কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর এলাকায় এ  এ দুর্ঘটনা ঘটে।


নিহত আব্দুল করিম নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বতলাগাড়ি এলাকার বাসিন্দা মৃত আব্দুল গফুরের ছেলে।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত


দিনাজপুর জেলার দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, দিনাজপুর জেলা ট্রাফিক অফিসের টিএসআই আব্দুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে বীরগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন শেষে দিনাজপুরে ফিরছিলেন। পথে কাহারোল উপজেলার দশমাইলের পাশের পূর্বসাদীপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে আব্দুল করিম ঘটনাস্থলেই মারা যান। 

আরও পড়ুন: ফরিদপুরে ইজিবাইক চাপায় শিশুসহ নিহত ২

মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যান। তবে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

]]>
সম্পূর্ণ পড়ুন