জানা গেছে, ডি ব্রুইনার ডিসকভারি রাইটস আছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামির কাছে। এটা কাজে লাগিয়ে ইন্টার মায়ামির তাকে দলে টানার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে দক্ষিণ ফ্লোরিডার ক্লাবটিতে মেসি, সুয়ারেজ, বুসকেটস, আলবার পর আরও একজন বড় তারকাকে খেলতে দেখা যাবে।
এমএলএসের নিয়ম অনুযায়ী, যেকোনো ক্লাব কোনো নির্দিষ্ট সময়ে তাদের ডিসকভারি লিস্টে পাঁচজন খেলোয়াড়কে তালিকাভুক্ত করতে পারবে। এর মাধ্যমে তারা সেই খেলোয়াড়দের সঙ্গে এমএলএসের বাকি ক্লাবগুলোর আগে দলবদলের আলাপ করতে পারবে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই।
আরও পড়ুন: ব্রাজিল অথবা রিয়াল মাদ্রিদের কোচ হয়ে ফিরবেন ক্লপ!
এমন অবস্থায় ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, মেসির লিগেরই আরেক দল শিকাগো ফায়ার ডি ব্রুইনাকে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে। যেহেতু সিটির সঙ্গে ডি ব্রুইনার চুক্তি শেষ হচ্ছে, তাকে ফ্রিতেই কিনতে পারবে শিকাগো।
জার্মান ক্লাব উলভসবুর্গ থেকে ২০১৫ সালের আগস্টে সিটিতে যোগ দিয়েছিলেন ডি ব্রুইনা। তারপর ক্লাবটিতে একে একে কেটেছে ১০ বছর। ৬টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি এফএ কাপসহ জিতেছেন ক্লাব ক্যারিয়ারের প্রায় সব ট্রফি।