রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ বলে কথা, এ ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনা হবে না তা কি করে হয়। কত কিছুই তো ঘটে গেল এই এক ম্যাচে। রিয়াল মাদ্রিদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে এমনিতেই চাপে ছিলেন লামিনে ইয়ামাল। ম্যাচ শেষে আবার ইয়ামালকে কিছু একটা বলে উত্তপ্ত পরিস্থিতির জন্ম দেন দানি কার্ভাহাল। তবে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারের উস্কানিমূলক কাণ্ডের সমালোচনা করেন বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মাঠে নামার কয়েক দিন আগে রিয়াল মাদ্রিদকে ধোঁকাবাজ বলে তীব্র সমালোচনার মুখে পড়েন লামিনে ইয়ামাল। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের স্পিকারে বার্সেলোনার এই ফরোয়ার্ডের নাম উচ্চারিত হতেই দুয়ো দিতে থাকেন রিয়ালের সমর্থকরা। ম্যাচের সময় যখনই ইয়ামাল বল পেয়েছেন, তখনই দুয়ো দিয়েছেন রিয়ালের দর্শকরা। পুরো ম্যাচে কেমন যেন অচেনা রূপে দেখা গেছে ইয়ামালকে।
আরও পড়ুন: ভিনির ক্ষোভ, পেদ্রির লাল কার্ড, খেলোয়াড়দের বিবাদ—ক্লাসিকোয় যা যা হলো
ম্যাচের শেষ দিকে চুয়ামেনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পেদ্রি। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের ডাগআউটে। এক পর্যায়ে ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াসের তোপের মুখে পড়েন স্প্যানিশ তারকা ইয়ামাল।
তার কিছুক্ষণ পরই ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি। এক ভিডিওতে দেখা গেছে, ইয়ামাল যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন, তখন তাকে হাতের ইশারায় কিছু একটা বলেছেন রিয়ালের ডিফেন্ডার কার্ভাহাল।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইয়ামালকে তখন কার্ভাহাল বলেছিলেন, ‘তুমি অনেক কথা বলো। এখন বলো দেখি!’ তখনই কার্ভাহালের দিকে এগিয়ে যান ইয়ামাল। এরপর দুই দলের বাকি খেলেয়াড়রা সেখানে চলে আসে, এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।
আরও পড়ুন: উত্তেজনাপূর্ণ ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল রিয়াল
ম্যাচ শেষে ডি ইয়ং বলেছেন, ইচ্ছা করেই ইয়ামালকে উস্কে দিয়েছিলেন কার্ভাহাল। ‘কার্ভাহাল যদি লামিনের সঙ্গে কথা বলতে চাইত, তাহলে সে ব্যক্তিগতভাবে সেটা করতো। যদি তার মনে হয়, লামিনের ওই ধরনের মন্তব্য করা ঠিক হয়নি, সে লামিনকে কল দিতে পারতো। তারা সতীর্থ (স্পেন জাতীয় দলের), তারা দুজন দুজনকে চেনে। মাঠে কেন তার এমন কাণ্ড করতে হবে?’
এল ক্লাসিকোর আগে ইয়ামাল বলেছিলেন, ‘অবশ্যই! হ্যাঁ, তারা ধোঁকা দেয়, তারা অভিযোগ করে।’ এবং ইয়ামালের এই মন্তব্যকে সমর্থন করেন জেরার্ড পিকে। আর সেই থেকে ইয়ামালের প্রতি ক্ষুব্ধ ছিল রিয়ালের খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকরাও।
ডাচ ফুটবলার ডি ইয়ং অবশ্য দাবি করেন, রিয়ালকে সরাসরি কিছু বলেননি ইয়ামাল। ‘লামিনে বলেনি যে, তারা (রিয়াল মাদ্রিদ) ডাকাতি করে। কিংস লিগের জন্য কাজ করতে সেখানে ছিল সে, মানুষ অনেক কিছু বলছিল, কিন্তু আমি লামিনেকে ওই কথা বলতে শুনিনি। আমি মাদ্রিদের খেলোয়াড়দের অনুভূতি বুঝতে পারছি, কিন্তু প্রতিক্রিয়া অতিরিক্ত ছিল।’
]]>
৩ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·