শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় গেড়াই-সখীপুর সড়কের উপজেলার বাশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:কালিয়াকৈরে ডাকাতের হামলায় যুবক নিহত
ভুক্তভোগী মহিষ ব্যবসায়ীরা হলেন-রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল, জেবেল মিয়া।
পুলিশ জানায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কাইতলা গরু-মহিষের হাটে শনিবার ভুক্তভোগী ব্যবসায়ীরা ২৮টি মহিষ বিক্রি করে সন্ধায় প্রাইভেটকার যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নয়াপাড়া এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি হাইচ গাড়ি ব্যবসাীদের প্রাইভেটকারের গতিরোধ করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকেন। পরে ছিনতাইকারীরা প্রাইভেটকারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাথে থাকা দুটি ব্যাগ ভর্তি ৭৮লাখ টাকা নিয়ে নেন। টাকা ছিনিয়ে নিয়ে ডাকাতরা খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যান বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
আরও পড়ুন: মোংলায় বাণিজ্যিক জাহাজে ডাকাতির চেষ্টা, ৫ জলদস্যু আটক
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন, জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী মহিষ ব্যাবসায়ীদের সাথে কথা বলেছি। এরইমধ্যে পুলিশ বিভিন্ন জায়গায় ডাকাতদের খুঁজতে সারাসী অভিযান চালিয়েছে।
দ্রুতই অভিযুক্তদের গ্রেফতার করতে পারব বলে মনে করেন তিনি।
]]>