ডাকসুর মাদক নির্মূল কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়াচ্ছে মাদককারবারীরা: শিবির সভাপতি

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন,‎ মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজেদের একান্ত সম্পত্তি ও বিজনেস ইন্ড্রাস্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলো। ৭১ এ যারা জীবন দিয়েছে, তারা চেয়েছিলো পাকিস্তান আমাদের উপর যে বৈষম্য করেছিলো তার পরিত্রাণ হবে। কিন্তু পাকিস্তানের পরে যারা আমাদের শাসন করেছে তারা আরও বড় স্বৈরশাসকে পরিণত হয়।

‎সোমবার (২৭ অক্টোবর) সকালে রংপুর কারমাইকেল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

জাহিদুল ইসলাম বলেন, চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব কাজ করার জন্য নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে ছাত্রশিবির। এ বিজয় তখনই উদযাপন হবে, যখন শিক্ষার্থীদের কাছে দেয়া প্রতিশ্রুতি নির্বাচিতরা পূরণ করতে পারবে।

 

‎এছাড়াও শিবির সভাপতি বলেন, ডাকসুর মাদক নির্মূল কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে মাদককারবারীরা।

 

আরও পড়ুন: চবি শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার কোরআন বিতরণ করল ছাত্রশিবির

 

‎ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আরো বলেন, জুলাইকে ব্যবহার করে একটি পক্ষ নিজেদের আখের গোছানোয় ব্যস্ত। জীবন থাকতে কাউকে জুলাই নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না।

 

আরও পড়ুন: ৫৪ বছর যেভাবে নির্বাচন হয়েছে, সেদিকেই এগোচ্ছে দেশ: ছাত্রশিবির সেক্রেটারি

 

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ও মহানগর এবং কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের কর্মীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন