মঙ্গলবার (১৯ আগস্ট) চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ মোট ৯৩টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। আর জমা পড়েছে ১০৬টি। এ নিয়ে মোট ৬৫৮টি কেন্দ্র ও হল প্রার্থীর ফরম বিতরণ হয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো আচরণবিধি লঙ্ঘণের ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। আর শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেয়ার সময় বাড়ানো হয়েছিল।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন / আবাসন ও উন্নত খাবার নিশ্চিতের প্রতিশ্রুতি প্রার্থীদের
এদিকে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আজ মনোয়ন ফরম জমা দিয়েছে। অন্যদিকে বাম সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদ আজ প্যানেল ঘোষণা করেছে।
]]>