শনিবার (১১ মে) রাতে সদর ও রানীশংকৈল উপজেলা থানা পুলিশ অভিযানে চালিয়ে নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম (৪৬) কে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে।
অপরদিকে, রাণীশংকৈল থানা পুলিশ ওই উপজেলার নন্দুয়ার ইউনিয়নের নন্দুয়ার গ্রামে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে সারোয়ার হোসেন সেতু (৩৮) নামে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান ও রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুর হক জানান, জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় বিস্ফোরক আইনে মামলাসহ তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।