ঠাকুরগাঁওয়ে বিচিত্র সাজে চৈত্র সংক্রান্তি পালন

৫ দিন আগে
চৈত্রকে বিদায় জানাতে ঠাকুরগাঁওয়ের হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা অর্চনা আর মুখোশ পরে নানা অঙ্গ ভঙ্গিমায় চৈত্র সংক্রান্তি পালন করেছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে জেলা সদরের দৌলতপুর সিঙ্গিয়া শিবকালি মন্দির কমিটির উদ্যোগে এ চৈত্র সংক্রান্তি পালন করা হয়।


মন্দির কমিটি জানায়, পুঞ্জিকা অনুযায়ী, প্রতি বছরের এই দিনে চৈত্র সংক্রান্তি পালন করা হয়। এ দিনটি উপলক্ষে আশপাশে হিন্দু সম্প্রদায়ের মানুষসহ দূর-দূরান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বিরা মনের বাসনা পূরণে শিব মন্দিরে সকাল থেকেই পূজা আরচনা শুরু হয়। পরবর্তীতে মুখোশ লাগিয়ে সমাজের অসঙ্গতি দূরীকরণে বিচিত্র সাজে নারী-পুরুষ মিলিত হন মন্দির প্রাঙ্গণে।

আরও পড়ুন: উত্তরের জেলা রংপুরে বর্ষবরণে বর্ণিল আনন্দ শোভাযাত্রা

অর্ধশতাধিক মানুষ মুখোশ পরে ঢাকে তালে তালে নানা অঙ্গ ভঙ্গিমায় নাচেন। আর এমন দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আছেন দর্শনার্থীরা।


উপস্থিত দর্শনার্থীরা বলেন, ‘প্রতি বছর এইস্থানে চৈত্র সংক্রান্তি মেলা বসে। এখানে মানুষের মনের বাসনা পূরণে মন্দিরে পূজা অর্চনা হয়। পরবর্তীতে চৈত্রকে বিদায় জানাতে নানা রকম আয়োজন হয়। সেই আয়োজন দেখতে স্থানীয়সহ দূর-দূরান্ত থেকে ছুটে আসে শত শত মানুষ। আমরা বিশ্বাস করি সমাজের অসঙ্গতিগুলো এর মাধ্যমে বিদায় নেবে। সে কারণেই আমরা প্রতিবছর এখানে আসি।’


এ বিষয়ে সিঙ্গিয়া শিবকালি মন্দির কমিটির সভাপতি গোড়ল ঘোষ জানান, বংশ পরমপরায় এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। স্থানীয়দের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়। মেলা করতে না চাইলেও এলাকাবাসী এ দিনে হাজির হয়। বাধ্য হয়ে মেলা করতে হয়। তবে অনুদানের অভাবে আমরা পিছু হটলেও তা সম্ভব হয় না। আমরা চাই স্থানীয়রা যেহেতু মেলাটি ধরে রাখতে চায়, তাহলে সরকারিভাবে যেন সহায়তা করা হয়। তাহলে আরও ভালোভাবে মেলাটি পরিচালনা করা সম্ভব হবে।


দিনটি উপলক্ষে মন্দিরের আশপাশে নানা রকম মণ্ডা মিঠাইসহ বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান বসে। 

]]>
সম্পূর্ণ পড়ুন