ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষে আহত ৫০, ভাঙচুর-আগুন

১ সপ্তাহে আগে
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমি বিরোধীদের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাড়ি ঘরে ধড়িয়ে দেয়া হয় বাড়ি ঘরে আগুন। সংঘর্ষের ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক ৷ শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে জেলার হরিপুর উপজেলা গেদুরা ইউনিয়নের আটঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরবর্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুরজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয়রা জানায়, হরিপুরের গেদুরা ইউনিয়নে চার বিঘা জমি নিয়ে ১৫ বছর ধরে আটঘরিয়া গ্রামের মাহাতাব গং এর সঙ্গে বেলডাঙ্গী গ্রামের  ইয়াসিন, নুরুলের লোকজনের বিরোধ চলছিল। যা আদালতে মামলা চলমান।

আরও পড়ুন: ময়মনসিংহে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ৫ জনকে কুপিয়ে জখম

জমির মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। তারপরও শুক্রবার ১৪৪ ধারা ভঙ্গ করে একটি পক্ষ জমি দখলের জন্য এলাকায় যায়। এক পর্যায়ে অপর পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংর্ঘষ বাধে। এসময় এক পক্ষের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।  পরে সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়াও উভয় পক্ষ দা ,বল্লম, লাঠি সোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।


এতে দুপক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দিলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিকেলে হরিপুর উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। আহতরা ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান স্থানীয়রা।


এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যাকারিয়া মণ্ডল জানান, দীর্ঘদিন ধরেই আটঘরিয়া গ্রামে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আদালত এর আগেও এই জমিতে ১৪৪ ধারা জারি করে।


তিনি বলেন, আজ জমি দখল করতে গেলে মাহাতাবের লোকজন, ইয়াসিন, নুরুলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বাড়িঘর ভাঙচুর ও আগুন দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন: শরীয়তপুর / তুচ্ছ ঘটনায় ব্যবহার হয় বোমা, ২৫ বছরে ৮০ সংঘর্ষে নিহত ৮

এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুরজ্জামান জানান, দুপক্ষের আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় জানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে। সে কারণে জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে গেদুড়া কিশমত এলাকা ও আটঘরিয়া বাজারসহ আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন