বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টা ১০ মিনিটে গৌরীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গৌরীপুর স্টেশন থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম যাচ্ছিল। ট্রেনটি স্টেশন এলাকা পার হওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যেই দুর্বৃত্তরা ট্রেনে পাথর নিক্ষেপ করে। এতে একটি পাথর চালক হাফিজুর রহমানের ঠোঁটে লাগে। ঠোঁট ফেটে রক্ত ঝরতে থাকলে চালক ট্রেন থামাতে বাধ্য হন।’
আরও পড়ুন: ঈদ ঘিরে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ৩ চাকার যান
ওসি আক্তার হোসেন আরও বলেন, ‘ট্রেনটি বন্ধ রেখে চালককে চিকিৎসা দেয়া হয়। পরে ময়মনসিংহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আরেকজন চালককে পাঠালে দেড় ঘণ্টা পর দিবাগত রাত পৌনে ১টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
]]>