ট্রাম্প যেভাবে প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করলেন

২ সপ্তাহ আগে
চারদিনের তীব্র হামলা পাল্টা হামলার পর অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবেই শনিবার (১০ মে) যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান। এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের এই যুদ্ধবিরতির বিষয়টি প্রথম নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পই প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানান, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। অনেকেরই জিজ্ঞাসা, এটা কীভাবে হলো। ট্রাম্প কীভাবে প্রথমে যুদ্ধবিরতির বিষয়টি জানাতে পারলেন। 

 

এর একটা খুব সহজ উত্তর হতে পারে, যুদ্ধবিরতির বিষয়টি জানতে পারা ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম সোশ্যাল মিডিয়ায় এসেছেন, যেমনটি তিনি বেশিরভাগ সময় করেন।

 

কিন্তু যুক্তরাষ্ট্র কেন প্রথমে যুদ্ধবিরতির বিষয়টি ঘোষণা করল তা নিয়েও প্রশ্ন রয়েছে। আর ভারত ও পাকিস্তানের ওপরই বা তাদের কী ধরণের প্রভাব রয়েছে?

 

আরও পড়ুন: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণায় কী বলছেন কাশ্মীরিরা

 

জানা গেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের জন্য একটি বহুপাক্ষিক প্রচেষ্টা ছিল। যুক্তরাষ্ট্র সেই পক্ষগুলোর একটি। আরও জানা গেছে, যুক্তরাজ্য সবে ভারতের সাথে একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। তাই এক্ষেত্রে তাদেরও ব্যাপক অংশগ্রহণ ছিল।

 

যুক্তরাষ্ট্র এই প্রচেষ্টা আরও এগিয়ে নেয়। এক্ষেত্রে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর গণমাধ্যমের বার্তাটিও বেশ তাৎপর্যপূর্ণ। তিনি কেবল যুদ্ধবিরতি নিশ্চিত করেননি, তিনি আরও বলেছেন, একটি নিরপেক্ষ স্থানে আলোচনা করার জন্য একটি চুক্তি হয়েছে। অন্য কথায়, যুক্তরাষ্ট্র বলছে, এটি কেবল শুরু। 

 

তথ্যসূত্র: আল জাজিরা
 

]]>
সম্পূর্ণ পড়ুন