শনিবার (১১ অক্টোবর) খুলনা ন্যাশনাল হাই স্কুলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ সনদ ও ক্রেস্ট দেয়া হয়। আদর্শ মুক্ত স্কাউট গ্রুপ এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে খুলনা অঞ্চলের মোট ৩০ জন শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কাউট খুলনা অঞ্চলের আঞ্চলিক কমিশনার আবু হান্নান।
অনুষ্ঠানে সংবর্ধিত নাসিফ হাসান জানান, এ ধরনের সনদ ও অ্যাওয়ার্ড আমাকে স্বেচ্ছাসেবামুলক এ ধরনের কাজে আরও অনুপ্রাণিত করবে। আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। স্বেচ্ছাসেবার মাধ্যমে এ ধরনের কাজ আরও বাড়াতে চাই।
আরও পড়ুন: অনুমতি ছাড়া খুলনা মেডিকেলে সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞা
স্কাউট খুলনা অঞ্চলের অন্যতম টিম লিডার নান্টু ফকির বলেন, ‘আমরা প্রতিনিয়ত মানুষের সেবায় পাশে থাকতে চাই, যারা এ কাজে ভালো করে তাদের অনুপ্রাণিত করতে এবং নতুনদের কাজের আরও আগ্রহী করতে এ বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আমরা নিয়তিম এ ধরনের আয়োজন করতে চাই।’
উল্লেখ্য, গত বছর ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সড়কে পুলিশ ও ট্রাফিকশূন্য হয়ে পড়েছিল। এ সময় স্কাউট সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন খুলনার বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে।