বুধবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মোস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজামনি বড়বাড্ডা এলাকার সাইদুল ফকিরের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেয়ে রোজামনিকে সঙ্গে নিয়ে মোস্তফাপুর বড়ব্রীজ এলাকার একটি বিস্কুট কারখানায় কাজে আসেন মা সালমা বেগম। বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে বালতিতে করে ময়লা ফেলতে যান তিনি।
এ সময় রোজামনি অসাবধানবশত দৌঁড়ে রাস্তা পার হচ্ছিল। বরিশাল থেকে ঢাকাগামী একটি ট্রাক এ শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় মেয়েটি। দৌঁড়ে পালানোর সময় চালক ওমর আলীকে ধরে পিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। পরে অসুস্থ হয়ে পড়লে ওমরকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে ঝরল ২ চালকের প্রাণ
তবে সবুজ মিয়া নামে এক যুবক বলেন, ‘ট্রাকচালকের এখানে তেমন দোষ নেই। যা সিসিটিভির ফুটেজও প্রমাণ রয়েছে। শিশুটি দৌঁড়ে রাস্তা পার হওয়ার কারণেই হঠাৎ ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়।’
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আরব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশুর মৃত্যুর ঘটনায় জনতা চালককে পিটুনি দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মেয়েটির অসাবধানবশত দৌঁড় দিলে এ দুর্ঘটনা ঘটে।
]]>