ট্রাক-ভ্যান সংঘর্ষে ভাগনির মৃত্যু, ১০ ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে মামাও

৩ সপ্তাহ আগে
সাতক্ষীরায় ঈদে ফাঁকা সড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিন চালিত ভ্যানের আরোহী কলেজ ছাত্রী ভাগনির মৃত্যুর পর মামাও ১০ ঘন্টার ব্যবধানে মারা গেছেন। মামা ও ভাগনির বাড়িতে এখন চলছে শোকের মাতম।

রোববার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহাসড়কের তুজুলপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জোবাইদা খাতুন (১৮) সদর উপজেলার শিবনগর গ্রামের ইবাদুল ইসলামের মেয়ে ও আখড়াখোলা আইডিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। আর মামা আরিফুল সরদার (৪০) একই উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আজিজুল সরদারের ছেলে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক আরিফুল ঢালী (৩৯)। তিনি বল্লী ইউনিয়নের বাউলডাঙ্গী গ্রামের গফুর ঢালীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহাসড়কের ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর সড়ক দিয়ে মামা আরিফুল সরদার ও ভাগনি জোবাইদা ব্যাটারিচালিত ভ্যানে কুশখালি ছয়ঘরিয়ার দিকে যাচ্ছিলেন। পথে তুজুলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

 

আরও পড়ুন: ঈদে ফাঁকা সড়কে ট্রাকের ধাক্কায় ভাগনি নিহত, আহত মামা

 

এ সময় ভ্যানটি ছিটকে সড়কের ধারে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই জোবাইদা মারা যায় এবং তার মামা আরিফুল সরদারকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে পরে সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে মামাও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

অপরদিকে, ভ্যানচালক আরিফুল ঢালীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া নিহতদের মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন