ট্রাক-কাভার্ডভ্যানের মাঝে পড়ে দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৪

৩ সপ্তাহ আগে
গাজীপুরে ট্রাক ও কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিটি করপোরেশনের বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: চান্দনা চৌরাস্তা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী ছালেহা আক্তার টুকটুকি (২৬), গাজীপুরের বাসন থানা এলাকার নজরুল ইসলামের ছেলে মো. মামুন (২৩), ইমরান হাসান রাজন (৩৮) ও মো. দুলাল (৪২)।


পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান ও ট্রাকের মাঝখানে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চার যাত্রী নিহত এবং একজন গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


আরও পড়ুন: কুড়িগ্রামে সড়কে প্রাণ গেল মা-মেয়ের


এ বিষয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ ফাহাদ বলেন, ‘রাত ১১টার দিকে দুজন এবং ১২টার দিকে আরও দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং এবং একজন নারী। তাদের মৃত অবস্থায় হাসপাতাল আনা হয়েছে। চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।


গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন