টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে

৪ দিন আগে
গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয় দিয়েই বছর শেষ করেছিল বাংলাদেশ। চলতি বছরে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ঢাকায় পা রেখেছে ক্রেইগ আরভিনের নেতৃত্বাধীন দলটি।


আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। টাইগারদের  বিপক্ষে এই সিরিজের জন্য অভিজ্ঞ দল নিয়েই বাংলাদেশে পা রেখেছে এক সময়ের সমীহ জাগানো দলটি। অধিনায়ক ক্রেইগ আরভিন ছাড়াও দলে আছেন শন উইলিয়ামস, বেন কুরান, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজার মতো অভিজ্ঞ খেলোয়াড়।


সিরিজের দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২৮ এপ্রিল মাঠে গড়াবে সেই ম্যাচটি।


আরও পড়ুন: আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত


এদিকে চলতি বছর আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। আজ সেই সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত।


সিরিজটি খেলতে ১৩ আগস্ট বাংলাদেশে পা রাখবে ভারতীয় দল। এরপর ১৭ ও ২০ আগস্ট সিরিজের প্রথম দুই ওয়ানডেতে মিরপুরে মুখোমুখি হবে দুই দল। দুই ওয়ানডে শেষে চট্টগ্রামে চলে যাবে দুই দল। ২৩ আগস্ট চট্টগ্রামে মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে।


এরপর সেখানেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৬ আগস্ট প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এরপর সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ঢাকায় অনুষ্ঠিত হবে। ২৯ আগস্ট এবং ৩১ আগস্ট মিরপুরে মাঠে গড়াবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি। সিরিজ শেষে ১ সেপ্টেম্বর দেশে ফিরে যাবে ভারতীয় দল।

]]>
সম্পূর্ণ পড়ুন