বুধবার (৯ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে ভুক্তভোগী রাসেল রানা উল্লেখ করেন, বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুর উন্মুক্ত দরপত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাসেল রানা। উন্মুক্ত দরপত্র অনুষ্ঠান শেষ করে উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে বের হয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনসহ তার লোকজন রাসেল রানাকে মারধর করে।
হামলায় আহত রাসেল রানা জানান, মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুরের উন্মুক্ত দরপত্রের শিডিউল কিনেছিলাম। বুধবার ছিল উন্মুক্ত দরপত্রের লটারি। লটারি শেষ করে বাড়ি ফেরার পথে উপজেলার ভিতরেই আমার উপর হামলা চালায় জালাল, শাহীন ও টিটন। এভাবে উপজেলার ভিতরে হামলার স্বীকার হলে মানুষ কোথায় নিরাপত্তা পাবে। এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করছি।
আরও পড়ুন: রাজশাহীতে টেন্ডার নিয়ে যুবদল- ছাত্রদলের সংঘর্ষ
অভিযুক্ত উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এসবের কিছুই জানি না। উপজেলায় সিসি ক্যামেরা আছে। ফুটেজ দেখলে বুঝা যাবে আমি ঘটনায় জড়িত কিনা।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, সকালে একটি স্কুলের পুকুরের উন্মুক্ত দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়। এরপর নিচে একজনকে মারধর করা হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় একটি লিখিত পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।