সঙ্গীত তারকা টেইলর সুইফট ও এনএফএলের ক্লাব কানসাস সিটি শেফ'র তারকা ট্রাভিস কেলেসির বিয়ের ঘোষণার পোস্টটি ইনস্টাগ্রামে গত ১৭ ঘণ্টায় লাইক দিয়েছে প্রায় ২ কোটি ৮০ লাখ ৬৫ হাজার মানুষ। প্রতি মিনিটে এই সংখ্যা বাড়ছে হু হু করে। তবে, এরপরও এই দুই বিখ্যাত তারকার এনগেজমেন্টের ঘটনা লিওনেল মেসির বিশ্বকাপ জয়ে যে সাড়া পড়েছিল, তার চেয়ে অনেকখানি পিছিয়ে। অন্তত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া বিচারে এ কথা বলাই যায়।
ইনস্টাগ্রামে টেইলর সুইফটের এনগেজমেন্ট পোস্টটির তুলনায় মেসির ২০২২ কাতার বিশ্বকাপের ছবি দ্রুততর সময়ে বেশি লাইক পেয়েছিল। মেসির ছবি মাত্র ৪০ মিনিটে ১ কোটি লাইক ছুঁয়ে ফেলেছিল, আর টেইলরের ছবিতে একই সংখ্যক লাইক পৌঁছাতে লেগেছে এক ঘণ্টা তিন মিনিট।
আরও পড়ুন: ম্যান ইউনাইটেডের প্রতিভাকে পেতে প্রতিদ্বন্দ্বিতায় রিয়াল ও অ্যাতলেটিকো
২০২২ এর বিশ্বকাপ ফাইনালের পরদিন অর্থাৎ ১৯ ডিসেম্বর মেসি বিশ্বকাপ ট্রফি হাতে আইকনিক ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন। এখন পর্যন্ত সেই ছবিটিতে ৭ কোটি ৪৫ লাখের বেশি লাইক পড়েছে। ইনস্টাগ্রামে এটিই সর্বাধিক লাইকের বিশ্বরেকর্ড।
এনএফএল তারকা কেলেসির সঙ্গে টেইলর এনগেজমেন্টের ঘোষণা দিলেন দুই বছরের প্রেমের সম্পর্কের পর। এর মাধ্যমে দুই জগতের এই দুই জনপ্রিয় তারকা গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিলেন।
আর্জেন্টাইন মহাতারকা মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের লিগ এমএলএসের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলেন। দেশটিতে থিতু হওয়ার আগে ও পরে বেশ কয়েকটি অনুষ্ঠানে টেইলরের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করেছেন মেসি। তবে সেসব অনুষ্ঠানে একসঙ্গে তোলা কোনো ছবি এখনও প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন: আবারও ফিফার নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল
২০২৪ সালের অক্টোবরে টেইলরের ‘দ্য এরাস ট্যুর’-এর অংশ হিসেবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কনসার্ট দেখতে যান মেসি ও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ভিআইপি সেকশন থেকে আন্তোনেলা নিজেই একটি ভিডিও প্রকাশ করেছিলেন। এ ছাড়া মেসি ও টেইলর দুজনই এ বছরের সুপার বোলের দর্শক ছিলেন, যেখানে কেলসির দল ফিলাডেলফিয়া ঈগলসের কাছে ৪০-২২ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে।
টেইলর সুইফট প্রথমবারের মতো ২০২৩ সালে আর্জেন্টিনা সফরে গিয়েছিলেন। সে সময় ৯, ১১ ও ১২ নভেম্বর তিনি রিভার প্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামে তিনটি কনসার্ট করেন (১০ নভেম্বরের কনসার্টটি প্রবল বৃষ্টির কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল)। সেসময় কেলসিও বুয়েনস এইরেসে উপস্থিত ছিলেন এবং প্রেমিকা সুইফটকে সমর্থন দিচ্ছিলেন, যদিও তখনো তাদের সম্পর্ক প্রকাশ্যে আসেনি। ওই পরিবেশেই প্রথমবারের মতো তাদের প্রকাশ্যে চুম্বন করতে দেখা যায়।