টিসিজেএ সদস্য নাসিরের পরিবারের পাশে যুবদল নেতা

৩ সপ্তাহ আগে
প্রয়াত টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের সদস্য নাসিরের পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ দেয়া হয়েছে।

রোববার (২৩ মার্চ) রাতে নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ ঈদ উপহার দেয়া হয়।


ঈদকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিগত ২৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণকারী টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের সাবেক সহ-সভাপতি ও যমুনা টিভির চিত্র সাংবাদিক মো. নাসিরুল আলমের পরিবারে ঈদ উপহার দেয়া হয়। টিসিজেএ নির্বাহী কমিটি পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।


আরও পড়ুন: টিসিজেএ বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন


এ সময় ছিলেন: এভিয়েশন ক্লাব চট্টগ্রামের সাবেক সভাপতি আসিফ চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ শফিক ও সুজন।


এ সময় আরও উপস্থিত ছিলেন: টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজীব, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দফতর সম্পাদক মো. পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মো. নুর হাসিব ইফরাজ, মো. সাইফুল ইসলাম, রবিউল হোসেন টিপু।

]]>
সম্পূর্ণ পড়ুন