রোববার (২৩ মার্চ) রাতে নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ ঈদ উপহার দেয়া হয়।
ঈদকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিগত ২৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণকারী টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের সাবেক সহ-সভাপতি ও যমুনা টিভির চিত্র সাংবাদিক মো. নাসিরুল আলমের পরিবারে ঈদ উপহার দেয়া হয়। টিসিজেএ নির্বাহী কমিটি পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।
আরও পড়ুন: টিসিজেএ বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
এ সময় ছিলেন: এভিয়েশন ক্লাব চট্টগ্রামের সাবেক সভাপতি আসিফ চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ শফিক ও সুজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন: টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজীব, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দফতর সম্পাদক মো. পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মো. নুর হাসিব ইফরাজ, মো. সাইফুল ইসলাম, রবিউল হোসেন টিপু।