টিকিট বিক্রি শুরু হলেও বয়কটের ডাক আদনান সামির কনসার্টের!

২ সপ্তাহ আগে
ভারত-পাকিস্তান সম্পর্ক আবারও তলানিতে গিয়ে ঠেকেছে। সম্প্রতি ঘটে যাওয়া কাশ্মীর হামলা নিয়ে একে একে দুই দেশের নানা সম্পর্ক ছেদ হচ্ছে। আবারও তারকাদের বয়কটের ডাক উঠেছে। এবার জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামিকে বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় পশ্চিমবঙ্গের কলকাতায় মঞ্চ মাতানোর কথা রয়েছে এই গায়কের। কিন্তু টিকিট বুকিং সাইটে গিয়ে দেখা গেল, এই গায়কের কনসার্টে যেতে নারাজ অনেকেই। নেটিজেনদের দাবি, আদনান সামি পাকিস্তানি বংশোদ্ভূত, তাকে বয়কট করা হোক।


বুক মাই শো নামের সেই টিকিট বুকিং সাইটে থেকে জানা যায়, এদিন কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই কনসার্ট হওয়ার কথা রয়েছে। টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এমন কনসার্টের তীব্র বিরোধিতা করেছেন।

 

আরও পড়ুন: পাকিস্তানি শিল্পীদের আবারও বয়কট করছে ভারত?


কনসার্টের টিকিট বিক্রির লিঙ্কের মন্তব্যঘরে লিখতে দেখা গেছে বয়কট শব্দটা। একজন লিখেছেন, 'এই গায়কের শিকড় কি পাকিস্তানে? তিনি এখন শহরে কনসার্ট করলে আমরা কেন গান শুনতে যাব?'


আরেকজন লিখেছেন, 'তিনি পাকিস্তানি বংশোদ্ভূত, ভারতের নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু তার আগের বিষয়টা ভুললে হবে না।' আরেক নেটিজেনের মন্তব্য, 'অরিজিত্‍ সিং আর শ্রেয়া ঘোষাল কনসার্ট বাতিল করেছেন। সেখানে আদনান সামি এমন কনসার্ট করছেন কীভাবে?'

 

আরও পড়ুন: পহেলগামে জঙ্গি হামলা, বড় সিদ্ধান্ত নিলেন শাহরুখপুত্র


উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। যার মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি। এটি ২০১৯ সালের পর ভারত-শাসিত কাশ্মীরে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।

]]>
সম্পূর্ণ পড়ুন