টানা ৩ এলবিডব্লিউয়ে এনসিএলের প্রথম হ্যাটট্রিক আফিফের

৩ সপ্তাহ আগে
লাল বলের এনসিএল টুর্নামেন্টে এবারের আসরে প্রথম হ্যাটট্রিক করলেন আফিফ হোসেন। আজ (২৬ অক্টোবর) খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে পরপর ৩ এলবিডব্লিউয়ে এই কীর্তি গড়েন আফিফ।

হ্যাটট্রিক নেয়ার পথে বরিশালের শেষ ৩ ব্যাটার, শামসুল ইসলাম, ইয়াসিন আরাফাত ও রুয়েল মিয়াকে ফিরিয়েছেন আফিফ। এই ইনিংসেও আগেও ৩ উইকেট নিয়েছেন তিনি। সব মিলিয়ে তার বোলিং ফিগার- ১০.৫ ওভারে ৩১ রানে ৬ উইকেট। 

 

ব্যাটিং অলরাউন্ডার হিসেবে পরিচিত আফিফ আজ বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেও এটি তার  ক্যারিয়ারসেরা বোলিং নয়। ২০১৮ সালে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে ৬৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।  

 

আরও পড়ুন: এক পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

 

এদিকে, গতকাল শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনে খুলনা প্রথম ইনিংসে তোলে ৩১৩ রান। পাঁচে নেমে ব্যাট হাতে প্রথম বলেই এলবিডব্লিউ হন আফিফ। তবে ব্যাটিংয়ের সেই খারাপ পারফরম্যান্সটা বোলিংয়ে ভালো করে পুষিয়েছেন তিনি। হ্যাটট্রিকের আগে ৩ জেনুইন ব্যাটার সালমান হোসেন (১৭), শামসুর রহমান (৩) ও ফজলে রাব্বিকে ফেরান তিনি।

 

আফিফের ঘূর্ণিতে ১২৬ রানে অলআউট হয়ে ফলো অন এড়াতে ব্যর্থ হয়েছে বরিশাল। প্রথম ইনিংসে ১৮৭ রানের লিড নিয়েছে খুলনা।  

]]>
সম্পূর্ণ পড়ুন