টানা হারের দুঃখ ভুলে উচ্ছ্বসিত শাকিব খান

৩ সপ্তাহ আগে
আর কতো হারা যায়! একে একে ছ’টি ম্যাচ হেরেছে ঢাকা ক্যাপিটালস। সে নিয়ে অবশ্য সমালোচনাও কম হয়নি। দলের এমন বেহাল দশা দেখে নিশ্চয় মন খারাপ ছিল দলের কর্নধার খোদ শাকিব খানেরও। তবে সব দুঃখ যেন উড়ে গেলো এক মুহূর্তেই। লিটন-তানজিদরা যে ইনিংসটা উপহার দিলেন, তাতে আর দুঃখ থাকেই বা কি করে! আর নিজের দলের এমন ইনিংস দেখে শাকিব খান তো বেজায় খুশি। সেই খুশিতেই নিজের ফেসবুক পেজে দিয়েছেন একটি পোস্ট।

ঢালিউড কিং শাকিব খানের মালিকাধীন ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। যদিও মাঠের খেলায় আসরের শুরু থেকেই হতাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। টানা ছয় হারে নিজেদের অভিষেক আসরেই প্রথম দল হিসেবে বিদায়ের একেবারেই দ্বারপ্রান্তে ঢাকা ক্যাপিটালস। দলটির এমন হতাশাজনক পারফরম্যান্সে সোশ্যাল মিডিয়াতে কম ট্রল হয়নি ঢাকাকে নিয়ে। 

 

আরও পড়ুন: তানজিদ-লিটনের ঝড়ে সর্বোচ্চ রানের রেকর্ড ঢাকা ক্যাপিটালসের

 

নিজেদের সপ্তম ম্যাচে এসে সিলেটের মাঠে যে ইনিংসটি খেললেন লিটন-তানজিদ, তাতে রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট হয়ে গেছে। ৪৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন লিটন দাস। অবশ্য ক্রিস গেইল ২০১২ সালে সিলেট রয়্যালসের বিপক্ষে ৪৪ বলেই সেঞ্চুরি করেছিলেন। তবে বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা দখলে রেখেছেন আহমেদ শেহজাদ। ২০১২ সালেই ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। 

 

 

তানজিদ তামিম এবং লিটন দাস আজ করেছেন ২৪১ রানের জুটি। বিপিএল ইতিহাসে যা সর্বোচ্চ জুটির রেকর্ড। শুধু বিপিএলই নয়, পুরো বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সর্বোচ্চ রানের জুটি এটি। বিপিএল ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছে ঢাকা ক্যাপিটালস। 

 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার দিনে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিটনের

 

নিজের দলের এমন পারফরম্যান্সে আনন্দ যেন বাধ মানছে না শাকিব খানের। তাই তো সেই খুশিতে নিজের ফেসবুক পেজে দিয়েছেন একটি পোস্ট। ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন, ‘টাইগাররা যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়। নাম্বার ওয়ান পার্টনারশিপ ইন বিপিএল হিস্টোরি।’ 

 

ঢাকা ক্যাপিটালসের প্রথম ইনিংস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই এই পোস্ট দেন শাকিব খান। আর তার এই পোস্টেই স্পষ্ট যে, ঠিক কতটা খুশি এই তারকা।

]]>
সম্পূর্ণ পড়ুন