সোমবার ভারতের সেনাবাহিনী নিশ্চিত করে যে, রোববার রাতজুড়ে সীমান্ত ছিল পুরোপুরি শান্ত। এই রাতকে তারা বলেছে ‘সাম্প্রতিক সময়ের মধ্যে প্রথম শান্ত রাত’।
সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্তের কাছে জম্মু ও কাশ্মীর এবং অন্যান্য অঞ্চলজুড়ে রোববার রাত ছিল শান্তিপূর্ণ। সাম্প্রতিক দিনগুলোর মধ্যে এটি প্রথম শান্ত রাত যেখানে কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।
এদিকে পাকিস্তান ভারত যুদ্ধবিরতির পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের জনজীবন। খুলতে শুরু করেছে দোকানপাট। বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। তবে এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি জনমনে।
আরও পড়ুন: সরাসরি আলোচনায় বসছে ভারত-পাকিস্তান
টানা কয়েক সপ্তাহের উত্তেজনার জম্মু কাশ্মীরের কুপওয়ারা শহরে দোকান খুলতে পেরে যেন হাফ ছেড়ে বাঁচলেন বাসিন্দারা। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় থমকে থাকা অর্থনীতির চাকাকে আবার সচল করার চেষ্টা করছেন তারা।
কাশ্মীরের উরি সেক্টরে স্থানীয়দের প্রত্যাশা, শুধু বাজার নয়, শিক্ষা ব্যবস্থাও আবার সচল হোক। তবে বহু পরিবার এখনো ফিরতে পারেনি নিজ ঘরে। তাই সরকারকে এগিয়ে এসে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছেন তারা।
আরও পড়ুন: ভারতের সঙ্গে কী কী বিষয় আলোচনা হবে, জানালেন পাক প্রতিরক্ষামন্ত্রী
চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছায় ভারত ও পাকিস্তান। আর এতেই স্বাভাবিক হতে শুরু করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনজীবন।
গেল মাসের শেষদিকে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জঙ্গীগোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ দেশটির বিরুদ্ধে সিন্ধুচুক্তি স্থগিত, বাণিজ্যে নিষেধাজ্ঞা, আকাশপথ বন্ধ ঘোষণা সহ নানা পদক্ষেপ নেয় ভারত। পালটা পদক্ষেপ নিতে দেরি করেনি পাকিস্তানও।
এরই জেরে গত মঙ্গলবার রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পালটা হামলা চালায় পাকিস্তান। শুরু হয় ভারত-পাকিস্তান সংঘর্ষ। একে অপরের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় দুই দেশ। সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন।
]]>