টানা পাঁচ হারের পর জয়ের দেখা পেল চেন্নাই

৪ দিন আগে
আইপিএলে সোমবারের (১৪ এপ্রিল) একমাত্র ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। টানা ৫ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল তারা। শেষ দিকে মহেন্দ্র সিং ধোনির ম্যাজিকে জয় পেয়েছে চেন্নাই।

টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৬৬ রানের পুঁজি পায় স্বাগতিক লখনৌ। ১৬৭ রানের লক্ষ্য ৫ উইকেট ও ৩ বল হাতে রেখেই তুলে ফেলে চেন্নাই। লখনৌর বিপক্ষে জয়ের অন্যতম নায়ক চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি শেষদিকে নেমে ১১ বলে ২৬ রানের ক্যামিও খেলেছেন। সেই সঙ্গে শিভম দুবের ৩৭ বলে ৪৩ রানের ইনিংসে জয় পায় চেন্নাই।


এবারের আইপিএলে ব্যাট হাতে ধুঁকতে থাকা পন্ত এই ম্যাচে রান পেয়েছেন। ৪৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন লখনৌর অধিনায়ক। এছাড়াও মিচেল মার্শ ৩০ এবং আয়ুশ বাদোনির ব্যাট থেকে আসে ২২ রান। চেন্নাইয়ের হয়ে দুইটি করে উইকেট নেন জাদেজা এবং পাথিরানা।


জবাব দিতে চেন্নাইয়ের হয়ে ওপেনিংয়ে নামেন রাচিন রবীন্দ্র এবং শাইক রাশিদ। দুজনে মিলে চালিয়েছেন আগ্রাসী ব্যাটিং। দুজনের ব্যাটে চড়ে ভালো শুরু পায় চেন্নাই। ওপেনিং জুটিতে রান আসে ৫২। শাইক ১৯ বলে ২৭ রানের ইনিংস খেলেছেন।


আরও পড়ুন: আইপিএল শেষ ফার্গুসনের 


এদিকে ২২ বলে ৩৭ রানের ইনিংস খেলা রাচিন থামেন দলের ৭৪ রানের মাথায়। পরের ওভারেই আউট হন রাহুল ত্রিপাঠি। ১০ বলে ৯ রান করেছেন তিনি। মাঝের ওভারে চেন্নাইকে চেপে ধরেন লখনৌর বোলাররা। খুব বেশি সুবিধা করতে পারেননি চেন্নাইয়ের ব্যাটাররা। 
 


৮ বলে ৯ রান করা বিজয় শঙ্করের বিদায়ের পর ক্রিজে আসেন মহেন্দ্র সিং ধোনি। দারুণ কিছু বাউন্ডারি হাঁকিয়ে ঝড়ের আভাসও দেন তিনি। শেষ দিকে দারুণ জমে ওঠে ম্যাচ। শেষে ধোনির সাথে আগ্রাসী হয়ে ওঠেন দুবেও। শেষ ওভারে দরকার ছিল মাত্র ৫ রান। ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস। লখনৌর হয়ে ২ উইকেট নেন রবি বিষ্ণই। একটি করে উইকেট শিকার করেছেন দিগবেশ রাঠি, আবেশ খান এবং এইডেন মারক্রাম।

]]>
সম্পূর্ণ পড়ুন