যত গর্জে তত বর্ষে না। ফাঁকা বুলি আর অর্থের ঝনঝনানিতে ধরাকে সরা জ্ঞান করেছিল বসুন্ধরা কিংস। কাড়ি কাড়ি টাকা খরচ করে একঝাঁক জাতীয় দলের ফুটবলারদের কিনে ভেবেছিল ঘরোয়া লিগের মতোই তারা ছড়ি ঘোরাবে এএফসিতে। কিন্তু এখন পর্যন্ত তাদের সেই স্বপ্ন পূরণ হলো না। অস্কার ব্রুজোন, ভেলোরি তিতার পর এখন মারিও গোমেজ সবাই ব্যর্থ বসুন্ধরাকে জেতাতে।
ঘরের মাঠে বাঘ যে বাইরের মাঠে কিভাবে বেড়ালে পরিণত হয় তা কিংসকে দেখলেই বোঝা যায়। এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথম ম্যাচে ওমানি ক্লাব আল সাইবের বিপক্ষে তাও টুকটাক প্রতিদ্বন্দ্বিতা করেছিল রাকিব-ডরিয়েলটনরা। কিন্তু আল আনসারের সামনে প্রতিরোধ তো দূরে থাক, ফুটবল খেলাটাই ভুলে গিয়েছিল মারিও গোমেজ শিষ্যরা।
ম্যাচের শুরু থেকে শেষ, একেবারে ব্যর্থ কিংসের ফরোয়ার্ড লাইন। রাকিব হোসেন, নাবীব নেওয়াজ জীবন, ডরিয়েলটনরা ছিলেন নিজেদের ছায়া হয়ে। প্রতিপক্ষের গোলকিপার পুরো ম্যাচ কাটিয়েছেন নিরুত্তাপভাবে। উল্টোপাশে মেহেদী হাসান শ্রাবণের সময় কেটেছে গোল হজম আর আটকাতে আটকাতে। তিন গোল খাওয়ার পাশাপাশি বেশ কয়েকবার রক্ষাও করেছেন তিনি। যার মাঝে আছে একটা পেনাল্টিও।
আরও পড়ুন: তিন মাস পর নারী ফুটবল দল পাচ্ছে উপদেষ্টার প্রতিশ্রুত ৫০ লাখ, হকি দল পাচ্ছে ২১ লাখ
প্রথমার্ধ্বের শুরুর দিকটায় কিছুটা গোছালো ছিল বসুন্ধরা কিংস, কিন্তু সময় যত গড়িয়েছে মাঠের নিয়ন্ত্রণ ততই হারিয়েছে তারা। ৩২ মিনিটে প্রথম সুযোগ পায় আনসার, কিন্তু উসমানের শট যায় পোস্টের বাইরে দিয়ে। পরে, ৪৩ মিনিটে ডেডলক ভাঙেন আবিবাকার আকুকি। ফ্রি কিক থেকে পাওয়া বলে হেড করেছিলেন এই ফরোয়ার্ড। লাফিয়ে উঠে সেটা ক্লিয়ার করতে গিয়ে উলটো নিজেদের জালে ঢুকিয়ে দেন শ্রাবণ-ডরিয়েলটন জুটি।
বিরতি থেকে ফিরে ম্যাচের আর ফিরতেই পারেনি কিংস। উলটো একের পর এক আক্রমণ ঠেকাতে ঠেকাতে ক্লান্ত হয়ে পড়েন ফুটবলাররা। সে সুযোগে ৫৩ মিনিটে পেনাল্টি পায় আনসার। কিন্তু শ্রাবণেই দৃঢ়তায় সে যাত্রায় রক্ষা পায় কিংস। মিস করেন আলি তেইনচে। ৬৩ মিনিটে অবশ্য তেইনচের পা থেকে গোল এসেছিলো একটা, কিন্তু সেটা বাদ যায় অফসাইডে।
পরে, ৭৩ মিনিটে ব্যবধায় বাড়ায় লেবানিজ চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে স্কোর করেন হিকেম খালফাল্লাহ। ভিএআরও বাঁচাতে পারেনি বসুন্ধরাকে। দুই গোলে পিছিয়ে থেকে বাকি সময় নিজেদের ছন্দ খুজে ফিরেছে কিংস। কিন্তু লাভ হয়নি আর। উলটো যোগ করা সময়ে কিংসকে তিন নম্বর গোলটি দেন হেবাউস।
আরও পড়ুন: চ্যালেঞ্জ কাপে আল-সাইবের বিপক্ষে আশা জাগিয়েও হারলো বসুন্ধরা কিংস
শুক্রবার (৩১ অক্টোবর) নিজেদের তৃতীয় এবং শেষ ম্যাচে কুয়েত স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।
]]>
৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·