শুক্রবার (১৬ মে) সকালে রাজধানীর কাকরাইলে টানা তৃতীয় দিনের মত সড়ক আটকে রাখতে দেখা যায়। শিক্ষার্থীদের কেউ সড়কের মাঝে বসে আছেন আবার কেউ শুয়ে রয়েছেন।
জানা গেছে, সকাল ১০টায় বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা কাকরাইলে সমাবেশ করবেন। পাশাপাশি জুমার নামাজের পর শুরু হবে গণঅনশন।
আরও পড়ুন: জুমার পর গণঅনশনে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা, ৪ দাবি
তিন দফা দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন জবি শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন তারা। নতুন করে আরও এক দফা দাবি যোগ করেছেন শিক্ষার্থীরা।
এদিকে, চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন এর ঘোষণা দেয়া হয়েছে। চলবে না বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা। দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
]]>