লিভারপুলের ডাগআউটে এত খারাপ সময় কখনো দেখতে হয়নি আর্না স্লটের। হঠাৎ পথ হারিয়ে বসা লিভারপুল সবশেষ হেরেছে ব্রেন্টফোর্ডের বিপক্ষে। শনিবার (২৫ অক্টোবর) ব্রেন্টফোর্ডের কাছে অলরেডরা হেরেছে ৩-২ গোলে। টানা চার ম্যাচ হেরে হতাশ তো বটেই, সবশেষ ম্যাচে দলের যাচ্ছেতাই পারফরম্যান্সে বেশ ক্ষুব্দও হয়েছেন আর্না স্লট।
ড্যাঙ্গোর গোলে পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়া লিভারপুল ৪৫তম মিনিটে আরও পিছিয়ে পড়ে। বিরতির আগেই অবশ্য মিলোস কেরকেজের গোলে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় অলরেডরা। কিন্তু ৬০তম মিনিটে ইগর থিয়াগোর সফল স্পট কিকে আবার দুই গোলে পিছিয়ে পড়ে তারা। শেষ দিকে মোহাম্মদ সালাহর গোলে হারের ব্যবধানই কেবল কমে।
এবারের প্রিমিয়ার লিগে এটা তাদের চতুর্থ পরাজয়। একের পর এক ব্যর্থতায় ৯ মাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলে নেমে গেছে ষষ্ঠ স্থানে; ২০২১ সালের ফেব্রুয়ারির পর যা তাদের সবচেয়ে বাজে অবস্থান।
আরও পড়ুন: আরও গোলের জন্য ক্ষুধার্ত ৯৫০ গোল করা রোনালদো
গত মৌসুমে শিরোপা জয়ের পথে মোট চারটি ম্যাচ হেরেছিল দলটি, এবার ৯ ম্যাচের মধ্যেই ৪টি হেরে গেলো। লিভারপুলের কোচ হিসেবে তার সবচেয়ে বাজে ফলগুলোর একটি এটি। টিএনটি স্পোর্টসের এমন প্রশ্নের উত্তরে সেটি স্বীকার করেছেন স্লট। ‘ফুটবলে ম্যাচ হারের হিসেবে আমার এই অধ্যায়ে এটাই (সবচেয়ে খারাপ)।’
ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর ২০২৪ সালের গ্রীষ্মে লিভারপুলের দায়িত্ব নেন আর্না স্লট। দলটির দায়িত্ব নিয়ে অভিষেক মৌসুমেই লিগ শিরোপা জয়ের স্বাদ পান এই কোচ। শিরোপা ধরে রাখার অভিযানে এবার প্রথম পাঁচ রাউন্ডেই জিতে দারুণ শুরু করে তার দল। কিন্তু এরপরই শুরু হয় ছন্দপতন। সেপ্টেম্বরে ক্রিস্টাল প্যালেসের মাঠে প্রথম পরাজয়ের পর একে একে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্রেন্টফোর্ডের বিপক্ষে হারলো লিভারপুল।
প্রিমিয়ার লিগ যুগে ক্লাবের ইতিহাসে টানা হারের রেকর্ড স্পর্শ করল স্লটের দল। স্লটের চোখে, এই চার ম্যাচের মধ্যে লিভারপুল সবচেয়ে বাজে খেলেছে ব্রেন্টফোর্ডের বিপক্ষে।
আরও পড়ুন: আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি ফাঁস!
‘এই ম্যাচগুলোর মধ্যে তুলনা করা সম্ভব নয়, সবচেয়ে দুর্ভাবনার জায়গা হলো টানা চারটি পরাজয়। সবসময় ম্যাচের ফলই মূল বিবেচ্য বিষয়। এরপর দলের পারফরম্যান্স পর্যালোচনা করা যেতে পারে। আর আমার মতে, যে চার ম্যাচে আমরা হেরেছি, তার মধ্যে দলের আজকের (ব্রেন্টফোর্ডের বিপক্ষে) পারফরম্যান্স ছিল সবচেয়ে বাজে।’
স্লট আরও বলেন, ‘আমার মতে, আমরা মৌলিক কাজগুলো ঠিকঠাক করতে পারিনি। বিশেষ করে প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধেও কিছু কিছু সময়। আমার মনে হয়, আমাদের চেয়ে তারা বলের লড়াইয়ে বেশি জিতেছে।’
]]>
৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·