টাঙ্গাইলে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ৫০ শিশু-কিশোর

১ সপ্তাহে আগে
টাঙ্গাইলে একটানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করায় পুরস্কৃত হয়েছে ৫০ জন শিশু-কিশোর।

শনিবার (১২ এপ্রিল) আছরের নামাজের পর পৌর শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ার বায়তুল ফালাহ জামে মসজিদে এ পুরস্কার বিতরণ করা হয়।

 

সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই-এর সাবেক সুপারিনটেনডেন্ট মো. সোলায়মানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিরা।

 

আয়োজক মো. সোলায়মান বলেন, ‘মসজিদে মুসল্লির সংখ্যা কমে যাওয়ায় এবং শিশু-কিশোরদের মসজিদমুখী করতে এই উদ্যোগ নেয়া হয়। এতে মসজিদে শিশু-কিশোরদের উপস্থিতি বেড়েছে। ভবিষ্যতে অন্যান্য মসজিদেও এমন আয়োজন ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।’

 

আরও পড়ুন: টাঙ্গাইলে ইউএনওকে হুমকির অভিযোগে বিএন‌পি কর্মী আটক

 

পুরস্কার প্রাপ্তদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়।

  • প্রথম ক্যাটাগরিতে ছিল যারা টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে। তাদেরকে ১টি ছাতা, ১টি টুপি ও ১টি সাবান উপহার দেয়া হয়।
  • দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরিতে ছিল যারা নিয়মিত হলেও কিছুদিন অনুপস্থিত ছিল। তাদের মধ্যে কাউকে ১টি হাতঘড়ি ও ১টি সাবান, কাউকে কেবল সাবান দেয়া হয়।

 

পুরস্কার পেয়ে শিশু-কিশোররা আনন্দ প্রকাশ করে জানায়, তারা আজীবন নামাজ ও ভালো কাজে যুক্ত থাকতে চায়।

 

মসজিদ কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিন বলেন, ‘এই উদ্যোগ শিশুদের মধ্যে ধর্মীয় অনুশাসনের আগ্রহ বাড়াবে। জেলাজুড়ে এমন উদ্যোগ ছড়িয়ে দিতে আমরা সহায়তা করব।’

]]>
সম্পূর্ণ পড়ুন