টাইগারদের সাবেক কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান

১ সপ্তাহে আগে
বাংলাদেশের মতো পাকিস্তানের ক্রিকেটেরও সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। বারবার কোচিং প্যানেলে পরিবর্তন এনেও স্বস্তিতে নেই পাকিস্তান। এবার আবারও কোচিং প্যানেলে পরিবর্তন আনছে পিসিবি। দেশটির ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ শেন ম্যাকডারমট।

পাকিস্তান দলের বর্তমান ফিল্ডিং কোচ মোহাম্মদ মাশরুরের সঙ্গে চুক্তি নবায়ন করছে না পিসিবি। তার জায়গায় যোগ দিতে যাচ্ছেন ম্যাকডারমোট। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিসিবি। তবে দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। 

 

আরও পড়ুন: জাতীয় দলকে রেখে লন্ডনে যাচ্ছেন ফিল সিমন্স

 

বাংলাদেশ ছাড়াও এর আগে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দেশের জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই অস্ট্রেলিয়ান কোচের। ২০২২ সালের মার্চে বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ম্যাকডারমট। বাংলাদেশের চাকরি ছাড়ার পর আফগানিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। 

 

আরও পড়ুন: বিসিসিআইয়ের নিয়ম ভঙ্গ করেও শাস্তির ভয় পাচ্ছেন না জাদেজা

 

এ ছাড়া শ্রীলঙ্কা জাতীয় দলের ফিল্ডিং কোচ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রধান কোচ ছিলেন তিনি। এমনকি অস্ট্রেলিয়া জাতীয় দলের অন্তর্বর্তী সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেছেন। 

 

ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, নর্দান টেরিটরি এবং ক্রিকেট তাসমানিয়ার সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ম্যাকডারমটের।

]]>
সম্পূর্ণ পড়ুন