টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ

৩ সপ্তাহ আগে
ওয়ানডে সিরিজ জয়ের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

দু'দলের গল্পটা দু'রকম। টি-২০'তে টানা ৪ সিরিজ জয় বাংলাদেশের, আর সবশেষ নেপালের বিপক্ষে হেরে ক্ষত বিক্ষত ওয়েস্ট ইন্ডিজ। তবে, এই সিরিজে দু'দলের লক্ষ্যটা একই।


টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৯ বার। যেখানে ওয়েস্ট ইন্ডিজের জয় ৯ ম্যাচে এবং বাংলাদেশের জয় ৮টিতে। আজ ২০তম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।  

 

আরও পড়ুন: আইসিইউতে ভর্তি ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার

 

চট্টগ্রামের মাঠে ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দুই স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। আর পেস ইউনিটে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

 

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। 

 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেইজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে, জেডন সিলস।

 

]]>
সম্পূর্ণ পড়ুন