টমেটোর বাম্পার ফলনেও হাসি নেই চাষিদের মুখে!

৪ ঘন্টা আগে
দিনাজপুরের বাজারে সরবরাহ বেড়েছে নাবি জাতের টমেটোর। তবে ফলন ভালো হলেও খুশি না কৃষকরা। তারা জানান, অন্য বছর এসময় প্রতিমণ টমেটো ২ হাজার টাকার বেশি দরে বিক্রি হলেও এ বছর বিক্রি হচ্ছে আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকায়।

দিনাজপুরে নাবি জাতের টমেটোর বাম্পার ফলন হয়েছে। বাজারে বিক্রির জন্য স্তূপ করে রাখা হয়েছে মণকে মণ টমেটো। দেশের বিভিন্ন এলাকা থেকে আসছেন পাইকাররাও।

 

জেলার সবচেয়ে বড় পাইকারি বাজার থেকে প্রতিদিন ৫০ থেকে ৭০ ট্রাক টমেটো দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। তবে খুশি নন কৃষক।

 

তারা জানান, সার-কীটনাশকের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। তবে অন্য বছর এ সময় প্রতিমণ টমেটো ২ হাজার টাকার বেশি দরে বিক্রি হলেও এ বছর বিক্রি হচ্ছে আড়াইশ থেকে সাড়ে তিনশ টাকা দরে। এতে লোকসান হচ্ছে।

 

আরও পড়ুন: সস-কেচাপে ভ্যাট ও শুল্ক বাড়ায় দুশ্চিন্তায় চুক্তিভিত্তিক টমেটো চাষিরা

 

শ্রমিক ও পরিবহন খরচ বেশি হওয়ায় দাম কম হলেও লাভ কম হচ্ছে বলে অভিযোগ পাইকারদের। তারা জানান, আগে শ্রমিক খরচ ৪০০-৫০০ টাকা ছিল। সেটি বেড়ে এখন হয়েছে ৭০০ টাকা। খরচ বাড়ায় ব্যবসায় সুবিধা করা যাচ্ছে না।

 

তবে কৃষি বিভাগ বলছে, বর্তমান দাম কম হলেও কিছুদিন পর কৃষক ভালো দাম পাবেন। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহকারী পরিচালক আনিসুজ্জামান বলেন, এ বছর ফলন ভালো হয়েছে। বাজারও মোটামুটি ভালো রয়েছে। আশা করছি কিছুদিন পর দাম আরও বাড়েবে।

 

কৃষি বিভাগের তথ্যমতে, দিনাজপুরে চলতি মৌসুমে এক হাজার ৭৪৬ হেক্টর জমিতে টমেটো আবাদ হয়েছে। এরমধ্যে নাবি জাতের আবাদ হয়েছে ৯২৫ হেক্টর জমিতে।

]]>
সম্পূর্ণ পড়ুন