সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মোল্লার গ্যারেজ এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত রাতুল টঙ্গী পূর্ব থানাধীন গাজীবাড়ি পুকুড়পাড় এলাকার বাসিন্দা বাবুর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় রাতুল তার মোটরসাইকেল নিয়ে টঙ্গী থেকে পুবাইলের দিকে যাচ্ছিলেন। ঠিক সে সময় বিপরীত দিক থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি ইজিবাইক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় রাতুল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন: পথচারী নারীকে বাঁচাতে গিয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত
দুর্ঘটনার পর দ্রুত স্থানীয়রা ছুটে এসে রাতুলকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·