ঝড়ে গাছের নিচে আশ্রয়, গাছ-ডাল ভেঙে পড়ে নিহত ২

৩ দিন আগে
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ময়মনসিংহ সদরের পৃথক স্থানে গাছ উপড়ে চাপা পড়ে এবং ডাল ভেঙে প্রাণ হারিয়েছেন দুইজন।

রোববার (১১ মে) বিকেলে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মরাকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন, সজীব মিয়া (২৫) ও সুরুজ মিয়া (৭০)।


স্থানীয়রা জানান, বিকেলে কালবৈশাখী ঝড়ের সময় মরাকুড়ি বাজার সংলগ্ন স্কুলের পেছনে গাছের নিচে দাঁড়িয়ে আশ্রয় নেন নির্মাণশ্রমিক সজীব মিয়া। এসময় ঝড়ে গাছটি উপড়ে পড়লে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান সজীব। 

আরও পড়ুন: কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে বোরো ধানের ক্ষতির শঙ্কা

অন্যদিকে একই এলাকায় একটি মাছের ঘেরের পাশে দাঁড়িয়ে ছিলেন কৃষক সুরুজ মিয়া। এসময় একটি ডাল ভেঙে পড়লে প্রাণ হারান এ বৃদ্ধ কৃষক।


বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান।

]]>
সম্পূর্ণ পড়ুন