মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ আনসার অফিসে জেলার আসনার-ভিডিপি সদস্যদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক নুরুল হাসান ফরিদী।
অনুষ্ঠানে জেলা কমাড্যান্ট মিজানুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট ফারিহা তাবাসসুমসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিজয়ের দিনে শীতার্তদের পাশে ছাত্রশিবির
এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আওতায় জেলার ৬ উপজেলার দুই শতাধিক আনসার ও ভিডিপি সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন আনসার সদস্যরা।