ঝিনাইদহে পাওয়ার টিলারের সঙ্গে ভ্যানের সংঘর্ষে নারী নিহত

১ সপ্তাহে আগে
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় পাওয়ার টিলার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনোয়ারা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক সুমন হোসেন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বারবাজার-হাকিমপুর সড়কের গলাকাটা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ার খাতুন উপজেলার হাসিলবাগ গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হাসিলবাগ গ্রাম থেকে ভ্যানে বারোবাজারের দিকে যাচ্ছিল ভ্যানটি। পথিমধ্যে বারবাজার গলাকাটা মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিচলী বোঝাই পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তার ওপর পড়ে যান ভ্যানচালক ও ভ্যানের ওই নারী যাত্রী। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

 

বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকারিয়া মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পাওয়ার টিলার জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন