স্থানীয়রা জানান, শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাসের সঙ্গে রইচ ও মান্নান মেম্বর গ্রুপের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রাত ১০টার দিকে উভয় পক্ষের সমর্থকরা ধারালো অস্ত্র, লাঠি নিয়ে বিষ্ণুপুর গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরও পড়ুন: শিবচরে সালিশে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।