ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মধ্যরাতে সংঘর্ষ, আহত ২৫

৪ সপ্তাহ আগে
ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুমার নদের খাস জমি দীর্ঘদিন ধরে বন্দোবস্ত নিয়ে চাষ করে আসছিলেন একই গ্রামের সেলিম হোসেন। তবে গত ৬ আগস্ট ওই জমির একটি অংশ নিজের দাবি করে দখলে নেন আমিরুল ইসলাম। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

 

শুক্রবার সেলিম হোসেনের সমর্থক চাঁদ ও মোজামকে মারধর করে আমিরুলের অনুসারীরা। এরই জেরে শনিবার রাত ১টার দিকে সেলিমের সমর্থকরা মিটিং শেষে বাড়ি ফেরার পথে আমিরুলের লোকজন হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হন।

 

আরও পড়ুন: ঝিনাইদহে আবাসিক এলাকায় মিক্সার ডিপো প্রত্যাহার দাবিতে মহাসড়ক অবরোধ

 

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, সংঘর্ষের পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন