শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কণ্ঠশিল্পী মনির খান, সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনি, ইঞ্জিনিয়ার মমিনুর রহমান ও কেন্দ্রীয় বিএনপি নেতা মনিরুজ্জামান খান শিমুল।
সভায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস, মাহবুবুর রহমান শেখর, আসিফ ইকবাল মাখন, আশরাফুল ইসলাম পিন্টুসহ কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঝিনাইদহে সরিষার তেলে পোড়া মবিল মেশানোয় যুবকের যাবজ্জীবন
সভায় সম্ভাব্য প্রার্থীরা অঙ্গীকার করেন— আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক যিনি পাবেন, তার পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা বলেন, প্রার্থী যেই হোন না কেন, তাকে বিজয়ী করতে সাংগঠনিকভাবে সর্বাত্মক ভূমিকা রাখা হবে।
আরও পড়ুন: ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু
নেতারা আশা প্রকাশ করেন, এই ঐক্য ও সংহতি আগামী নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বিএনপিকে শক্ত অবস্থানে নিয়ে যাবে।
]]>
৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·