ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

৪ সপ্তাহ আগে
যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ওয়াসির (১৫) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে নয়টার দিকে পৌর এলাকার কাওরিয়া রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়। নিহত ওয়াসির ঝিকরগাছা পৌরসভার কাওরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।


নিহত ওয়াসিরের খালু আলতাফ হোসেন জানান, ওয়াসির বেজিয়াতলা মাদ্রাসার নবম শ্রেণী শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় পরীক্ষা দিতে যাওয়ার পথে কাউরিয়া রেলগেট পার হওয়ার সময় বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের ভর্তি করে। গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে সে মারা যায়।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, বিক্ষুব্ধদের আগুন


ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন