ঝালকাঠির শহীদ সেলিমের বাড়িতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

২ সপ্তাহ আগে
চারদিকে ঈদ আনন্দ বইলেও বিষাদে ভরে আছে শহীদ সেলিমের পারিবারে। গত ঈদেও একসঙ্গে থাকা এককমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা আজ নিশ্চুপ। জুলাই গণ আন্দোলনে নিহত ঝালকাঠির শহীদ পরিবারে নেই ঈদ আনন্দ।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিনে ঝালকাঠির নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সেলিম তালুকদারের পরিবারের খোঁজখবর নিতে বিভাগীয় কমিশনার রায়হান কাওসারের নির্দেশনায় তাদের বাড়িতে আসেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব ও নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। 


এসময় আরও উপস্থিত ছিলেন শহীদ সেলিম তালুকদারের চাচা সাবেক কাউন্সিলর সরোয়ার তালুকদার, শাহীন তালুকদার, স্বপন তালুকদারসহ স্থানীয়রা। তারা শহীদ সেলিমের কবর জিয়ারত করেন। তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

আরও পড়ুন: ঈদ আনন্দ নেই ভোলার শহীদ পরিবারে

শহীদ সেলিম তালুকদারের বাবা-মা একমাত্র ছেলেকে হারিয়ে ঈদের দিনে মলিন মুখে কেবল তাকিয়ে থাকেন। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে পেয়ে আপ্লুত হয়ে সন্তান হারানোর বেদনায় অশ্রুসিক্ত হয়ে পরেন তারা। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। শহীদ সেলিম তালুকদারের সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের জন্য সরকারের পক্ষ থেকে সব সহযোগিতার আশ্বাস দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।

]]>
সম্পূর্ণ পড়ুন