ঝালকাঠিতে ৫ কৃষকের পানের বরজ পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

৩ দিন আগে
ঝালকাঠি সদরের কীর্তিপাশা ইউনিয়নের গোপিনাথকাঠি গ্রামে ৫ কৃষকের পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ( ১১ মে) ভোরে দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, প্রিন্স মন্ডল, সুভাষ মিস্ত্রী, দিলীপ মিস্ত্রী, অনিক মন্ডল ও সুজন হাওলাদার।


ক্ষতিগ্রস্তরা জানান, পাশাপাশি থাকা এই বরজে খুব ভোরে আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা ডাকচিৎকার দিলে গ্রামের লোকজন ও ক্ষতিগ্রস্তরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে আগুন পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়।


এঘটনায় বিকেলে জেলা বিএনপির সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে জেলা বিএনপি এবং কৃর্তিপাশা ইউনিয়ন বিএনপি নেতারা ক্ষতিগ্রস্তদের বাড়ি ও ঘটনাস্থলে সমবেদনা এবং সার্বিক খোঁজ নিতে যান। 

আরও পড়ুন: তীব্র গরমে অতিষ্ঠ ঝালকাঠিবাসী

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের ঘটনার তদন্ত ও ক্ষতি নিরুপনের জন্য প্রশাসনকে সহায়তা করতে সবার প্রতি আহ্বান জানান। 


চাষিদের ক্ষতিপূরণ প্রাপ্তিতে প্রশাসনের সঙ্গে আলোচনাসহ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি জেলা বিএনপি সার্বিক সহয়তা করবে বলেও সাংবাদিকদের জানান।


এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন