শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে কৃষ্ণকাঠির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
আর ও পড়ুন: চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার
ওসি জানান, গেল বছরের ৪ আগস্ট ঝালকাঠিতে জেলা বিএনপির অফিসে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় বিগত সরকারের পতনের পর বিএনপি নেতা আনিসুর রহমান তাপু সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন।
তিনি আরও জানান, ওই মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি অনিমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।