সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ঝোপঝাড়ে ঢেকে আছে ঝালকাঠি পৌর কবরস্থানটি। পাশের জলাশয় থাকায় দেবে গেছে অনেক কবর।
জানা যায়, ১৮৭৫ সালে ঝালকাঠি শহরের সরকারি কলেজ সড়কে নির্মাণ করা হয় পৌর কবরস্থান। স্থান সংকুলান না হওয়ায় ২০২০ সালের তার পাশেই আরও দুটি কবরস্থান নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। তবে রক্ষণাবেক্ষণ না করায় বেহাল দশা।
কবর জিয়ারত করতে এসে শহরের তরকারীপট্টির বাসিন্দা জালল আহমেদ বলেন,
মানুষের শেষ ঠিকানা এমন অবেহেলায় থাকতে পারে তা কোনোভাবেই মেনে নেয়া যায়। এটা চরম দায়িত্বহীনতা ছাড়া আর কিছু না।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে কবরস্থানে ৪ লাশের অংশ বিশেষ চুরি!
স্থানীয় বাসিন্দা মকবুল আলী বলেন, ‘বর্ষা মৌসুমে নতুন এ দুটি গোরস্থানেই হাটু পানি উঠে যায়। অথচ কবরের জন্য পৌরসভা থেকে প্রয়াতদের স্বজনদের কাছ থেকে লাখ টাকা করে নেয়া হয়।’
এ ব্যাপারে ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলক সমাদ্দার বলেন, ‘সম্প্রতি গোরস্থান দুটি পরিদর্শন করা হয়েছে। খুব শিগগিরই একটি প্রকল্প গ্রহণ করে গোরস্থানের এসব সমস্যা সমাধান করা হবে।’
আরও পড়ুন: কুমারখালীতে দুই কবর থেকে কঙ্কাল চুরি!
ঝালকাঠি পৌরসভার তথ্যমতে, প্রথম কবরস্থানে অন্তত ৮০ হাজার ও পরের দুটি করবস্থানে অন্তত ৩ হাজার মানুষকে দাফন করা হয়েছে।
]]>