শুধু ছামেদ আলীই নয়, দীর্ঘদিন ধরে চোখের নানা সমস্যায় ভোগা দরিদ্র নারী পুরুষরা এসেছেন কালাই ডিগ্রি কলেজ মাঠে। এখানে বগুড়ার বনানীস্থ গাক চক্ষু হাসপাতালের প্রায় এক ডজন চিকিৎসক, সেবিকা ও কর্মচারী এসেছেন বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে।
তারা কালাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা চোখের রোগীদের চোখের প্রাথমিক সমস্যা চিহ্নিত করণসহ ছানী রোগীদের বিনামূল্যে অপারেশন, চশমা ও প্রয়োজনীয় ওষুধও দিবেন রোগীকে। বাড়ির পাশে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ চোখের চিকিৎসা করাতে পেরে দারুণ খুশি নিম্ন আয়ের এসব মানুষ। সেই সঙ্গে মানবিক এমন উদ্যোগের সঙ্গে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কলেজ রোভাররা।
হাসপাতালের চিকিৎসক ডা. আইনুল বারী ও আউট রিচ কো অরডিনেটর শাহিনুর রহমান জানান, শুধুমাত্র অর্থের অভাবে স্বল্প আয়ের মানুষেরা ছানি অপারেশন করতে পারেন না। ফলে এক সময়ে তারা অন্ধত্ব বরণ করতে বাধ্য হন। মূলত তাদের কথা চিন্তা করেই বগুড়ার গাক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত এমন চক্ষু শিবিরের আয়োজন করে থাকেন।
আরও পড়ুন: বরগুনায় দুই পল্লী চিকিৎসককে কারাদণ্ড, দুজনকে জরিমানা
এর আগে দিনের শুরুতেই কালাই ডিগ্রি কলেজের হলরুমে বিনামূল্যের এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট-২ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী। ব
বগুড়ার বনানীস্থ গাক চক্ষু হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ নূরুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. তাজউদ্দিন, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, গাক চক্ষু হাসপাতালের আউট রিচ কো অর্ডিনেটর শাহিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল বারী জানান, গাক চক্ষু হাসপাতালের নিঃসন্দেহে এটি একটি ভাল উদ্যোগ। সমাজের বিত্তবানদের উচিৎ-এভাবেই এসব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।

৩ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·