গেল বছরের ২১ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের দেয়া সাজার রায় চ্যালেঞ্জ করে আপিল করেন তিনি।
২০২৩ সালের ১৭ আগস্ট এই মামলায় শফিক রেহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত। কিন্তু আওয়ামী সরকার পতনের পর আত্মসমর্পণের শর্তে এক বছরের জন্য তার সাজা স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন: শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেয়া কেন অবৈধ নয়: হাইকোর্ট
পরে গত বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে সাজার বিরুদ্ধে আপিল করে খালাস পেয়েছেন মামলার আরেক আসামি সাংবাদিক মাহমুদুর রহমান।
]]>