জ্যোতির ব্যাটিং ঝড়ের পর নাহিদার বোলিং নৈপুণ্য, বিশ্বকাপে এক পা বাংলাদেশের

১ সপ্তাহে আগে
ব্যাট হাতে ফারজানা হক পিংকি, শারমিন আক্তার এবং নিগার সুলতানা জ্যোতিরা অনেকটা এগিয়ে দিয়েছিলেন। বল হাতে বাকি মুন্সিয়ানা দেখিয়ে জয় ছিনিয়ে নিলেন নাহিদা আক্তার এবং জান্নাতুল ফেরদৌসরা। আর তাতে নারী বিশ্বকাপের বাছাইয়ে টানা তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেল বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) লাহোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্কটল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ।   

 

এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরাত্থান করেছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে বাংলাদেশের পরেই। আগামী ১৭ এপ্রিল নিজেদের পরবর্তী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালে এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপে জায়গা পাকা করবে টাইগ্রেসরা।

 

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি স্কটল্যান্ডের। ৭ ওভার ৫ বলে দলীয় ৩১ রানে টপ অর্ডারের ৩ ব্যাটারের উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে আলিসা লিস্টারকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন সারাহ ব্রাইস। দলীয় ৭৮ রানে ব্রাইস রান আউট হলে ভাঙে এই জুটি। 

 

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১০ রানের মধ্যে ৭ উইকেট হারায় স্কটল্যান্ড। ৫৮ বলে ৪২ রান করে আউট হন ব্রাইস।

 

ব্রাইসের বিদায়ে জয়ের আশা অনেকটাই শেষ হয়ে যায় স্কটল্যান্ডের। তবে শেষদিকে অপ্রত্যাশিত লড়াই করেছেন স্কটিশ দুই টেইলেন্ডার ব্যাটার। 
 

অষ্টম উইকেটে প্রিয়ানাজ চ্যাটার্জি এবং রাচায়েল স্ল্যাটার মিলে গড়েন ১১৫ রানের রেকর্ড জুটি গড়েন। নারী ক্রিকেটে এটি অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের জুটি। শ্রীলঙ্কার রানাসিংহে এবং নিলাকশিকার ৮৮ রানের জুটির রেকর্ড ভেঙেছেন তারা।

 

শুধু তাই নয়, স্কটিশ নারী ক্রিকেটে যেকোনো উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। এর আগের সর্বোচ্চ জুটি ছিল ১০৮ রানের, সাসকিয়া হর্লি এবং ক্যাথারিন ব্রাইসের মধ্যকার।

 

আরও পড়ুন: পঞ্চগড়ে আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার আর্জি জানালেন শরিফুল

 

এত বড় প্রতিরোধের পরেও শেষমেশ হারতে হয়েছে স্কটল্যান্ডকে। ২৪২ রানে থামে দলটির ইনিংস। ৭৩ বলে ৬১ রান করেন স্ল্যাটার। ১০ বল কম খেলে সমান ৬১ রান করেন চ্যাটার্জি। 

 


টাইগ্রেসদের হয়ে বল হাতে ৪০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন নাহিদা। দুই উইকেট পেয়েছেন জান্নাতুল ফেরদৌস।

 

ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ৩৫ রানের জুটি গড়েন ইশমা তানজিম এবং পিংকি। নবম ওভারে চ্যাটার্জির শিকার হয়ে দলীয় ৩৫ রানে ফেরেন ইশমা। ২৯ বলে ১৪ রান করেছেন এই ওপেনার। পাওয়ারপ্লে থেকে ৪৩ রান করে বাংলাদেশ।  

 

দ্বিতীয় উইকেট জুটিতে খেলার হাল ধরেন শারমিন আক্তার এবং পিংকি। শুরুতে দেখেশুনে ব্যাটিং করে ধীরে ধীরে রানের গতি বাড়িয়েছেন তারা। 

 

৬৭ বলে নিজের ক্যারিয়ারের ১৫তম অর্ধশতক পূর্ণ করেন ফারজানা। শারমিন ফিফটি করেন ৫১ বলে। 

 

ফিফটি করার পর দলীয় ১৩৮ রানে ক্যাথারিন ব্রাইসের বলে আউট হন শারমিন। ৭৯ বলে ৫৭ রান করে আউট হয়েছেন তিনি।

 

শারমিনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি পিংকিও। ৮৪ বলে ৫৭ রান করে দলীয় ১৫৭ রানে আউট হন এই ওপেনার।

 

দুই সেট ব্যাটারের দ্রুত বিদায়ের পর হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা। গত দুই ম্যাচে সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরির দেখা পাওয়া এই ব্যাটার আজ ব্যাটিং করেছেন পুরোপুরি ভিন্ন মেজাজে। ব্যাটিংয়ের প্রায় পুরোটা সময়ই তার স্ট্রাইক রেট ছিল ১০০ এর ওপরে। ৩৯ বলে ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক পূর্ণ করেন তিনি।

 

তবে পিংকির বিদায়ের পর অন্যপ্রান্তে স্থায়ী হতে পারছিলেন না কেউ। ১৩ বলে ৯ রান করে আউট হন সোবাহানা মোস্তারি। গত ম্যাচ জয়ের নায়ক রিতু মনির ব্যাট থেকে আসে ১২ রান।

 

শেষদিকে দুর্দান্ত ক্যামিও ইনিংস খেলে জ্যোতিকে সঙ্গ দেন ফাহিমা খাতুন। স্পিন অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ২২ বলে ২৬ রান। জ্যোতি থামেন ৫৯ বলে ৮৩ রানে।   

 

]]>
সম্পূর্ণ পড়ুন